ঢাকা, শুক্রবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩১ মে ২০২৪, ২২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

১০ মামলার জামায়াত ক্যাডারসহ গ্রেফতার ৪

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
১০ মামলার জামায়াত ক্যাডারসহ গ্রেফতার ৪ সাতকানিয়ায় ১০ মামলার জামায়াত ক্যাডারসহ গ্রেফতার ৪

চট্টগ্রাম: জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে সাতকানিয়া থানা পুলিশ নাশকতার ১০ মামলার জামায়াত ক্যাডারসহ চারজনকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) ভোররাতে তাদের গ্রেফতার করে সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।  

সাতকানিয়া থানার ওসি মো. রফিকুল হোসেন বাংলানিউজকে জানান, অভিযানে গ্রেফতার সাতকানিয়ার ৭ নম্বর পৌর ওয়ার্ডের বোয়ালিয়া পাড়া রূপকানিয়ার (জাফর সাদেকের বাড়ি) সিরাজুল হকের ছেলে আবদুল্লাহ আল ফারুক প্রকাশ মো. ফারুক ২০১৩-১৫ সালে জামায়াত শিবিরের তাণ্ডবের সময় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

পুলিশ অ্যাসল্ট, সরকারি-বেসরকারি যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ, বিস্ফোরক দ্রব্য, অস্ত্র-আইন, নাশকতামূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তার বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে।   

এ ছাড়া গ্রেফতারি পরোয়ানামূলে জিআর-২৮/১৩ এর পলাতক আসামি উত্তর ঢেমশা মাইজপাড়ার মোহাম্মদ শফির ছেলে মো. শাহাদাত (২৩), জিআর-৬৯১/১৬ এর পলাতক আসামি মনেয়াবাদ পুরানগড়ের মৃত ছালেকের ছেলে মো. ফরহাদ (২৬), সাতকানিয়া থানার মামলা নম্বর-২৪(০৭)১৭ এর সন্দিগ্ধ আসামি পৌরসভার গোয়াজর পাড়ার মফিজুর রহমানের ছেলে মো. জাবেদকে (২০) গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮

এআর/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।