ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘মহিউদ্দিন চৌধুরী মানবতাবাদী রাজনীতিক, এটাই বড় পরিচয়’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
‘মহিউদ্দিন চৌধুরী মানবতাবাদী রাজনীতিক, এটাই বড় পরিচয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রয়াত আওয়ামী লীগ নেতা এবিএম মহিউদ্দিন চৌধুরীকে অসাধারণ মানবতাবাদী রাজনীতিক হিসেবে উল্লেখ করেছেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ড.অনুপম সেন। 

মহিউদ্দিন স্মরণে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ল’অ্যালামনাই এসোসিয়েশন (পুলা) আয়োজিত সভায় তিনি একথা বলেন।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরীকে শুধু একজন নেতা, চট্টলবীর কিংবা মুক্তিযোদ্ধা বললে উনার পূর্ণাঙ্গ মূল্যায়ন হবে না।

  তিনি একজন অসাধারণ মানবতাবাদী রাজনীতিক, এটাই উনার বড় পরিচয়।    

নগরীর প্রবর্তক মোড়ে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সোমবার অনুষ্ঠিত স্মরণসভায় তিনি আরও বলেন, ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বাঁশখালী, পতেঙ্গায় অসহায় মানুষের পাশে ছুটে গিয়েছিলেন একজন নেতাই, তিনি এবিএম মহিউদ্দিন চৌধুরী।

 কাঁধে লাশ নিয়ে দাফন করেন।  চট্টগ্রামের মুসলিম হলে আশ্রয় নেওয়া ডায়রিয়ায় আক্রান্ত অগণিত মানুষের জন্য তিনি সুচিকিৎসার ব্যবস্থা করেন।   এই উপমহাদেশের রাজনীতিতে একজন নেতার মানবতার এমন দৃষ্টান্ত স্থাপন বিরল।

পুলা নির্বাহী কমিটির সভাপতি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোয়েব উদ্দীন খানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন মহিউদ্দিনের ছেলে বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার মো. আবু তাহের, আইন বিভাগের সহকারী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাস।

পুলা’র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাশীষ শর্মার সঞ্চালনায় সভায় এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মরণে শোকবাণী এবং তাঁর জীবনী পড়ে শোনান সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সঞ্জয় বিশ্বাস।

সভায় উপস্থিত ছিলেন পুলা’র প্রতিষ্ঠাতা আহ্বায়ক রুবাইয়াত হাসনাত তানিম, সাবেক সভাপতি মো. ইমরান, নির্বাহী কমিটির সহ-সভাপতি সহকারী অধ্যাপক সালমা মরিয়ম, সাংগঠনিক সম্পাদক সৈয়দা আসিফা সুলতানা, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক সাকিব বিন সরোয়ার, সাংস্কৃতিক সম্পাদক মঈনুল হোসেন সোহেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফয়সাল নুর, সদস্য আমিনুল ইসলাম রানা, গাজী মোহাম্মদ ইরফান, মোহাম্মদ গোলাম মোর্শেদ, লেলিন মার্মা, রাকিব উদ্দীন জালাল ফাহিম, মোহাম্মদ আসাদুজ্জামান খান, মুজিবুর রহমান ও সাবরিনা মাহমুদ।

সভায় ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোয়াজ্জেম হোসেন, সহকারী ডিন মঈনুল হক, প্রক্টর আহমেদ রাজীব চৌধুরীও অংশ নেন।

এছাড়া ডেপুটি রেজিস্ট্রার খুরশিদুর রহমান, উপ-পরিচালক (হিসাব) হাছানুল ইসলাম চৌধুরীও ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।