ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ‘সিলিন্ডার বিস্ফোরণে’ অগ্নিদগ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
সীতাকুণ্ডে ‘সিলিন্ডার বিস্ফোরণে’ অগ্নিদগ্ধ ৩

চট্টগ্রাম: সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে এসএস রূপান্তর ফ্যাক্টরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, ওই কারখানা থেকে রাম দাশ (২৮), রাজিব দে (২৬) ও মনিরকে (৫৫) অগ্নিদগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে রাম দাশের মুখমণ্ডল ঝলসে গেছে।

কারখানার কর্মকর্তা পরিচয় দিয়ে অনিরুদ্ধ দাশ বাংলানিউজকে জানান, কারখানার বাইরে নিজেদের জন্য ভাত রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে তারা আহত হন। এর মধ্যে একজনের ২০ শতাংশ পুড়ে গেছে। তাদের সবার চিকিৎসা খরচ কারখানা কর্তৃপক্ষ বহন করবে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।