ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভারতীয় কোস্টগার্ড মহাপরিচালকের চট্টগ্রাম সফর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
ভারতীয় কোস্টগার্ড মহাপরিচালকের চট্টগ্রাম সফর ভারতীয় কোস্টগার্ড মহাপরিচালকের চট্টগ্রাম সফর

চট্টগ্রাম: ভারতীয় কোস্টগার্ডের মহাপরিচালক রাজেন্দ্র সিং চট্টগ্রাম সফরে এসেছেন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম ওয়াসিম মকসুদ।

এরপর তিনি বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ তাজউদ্দিনের অধিনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, পরিদর্শন ও ক্রেস্ট বিনিময় করেন।

তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট ও জোনাল কমান্ডার পূর্ব জোনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ক্রেস্ট বিনিময় করেন।

রাতে আইসিজি শৌনক’র সৌজন্যে আয়োজিত বাংলাদেশ কোস্টগার্ডের ওপিভিতে নৈশভোজে অংশ নেবেন।

ভারতীয় কোস্টগার্ড মহাপরিচালকের চট্টগ্রাম সফর

নৈশভোজে সামরিক বহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেবেন।

আলোচ্য সফর বাংলাদেশ ও ভারতীয় কোস্টগার্ড তথা দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৮

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।