ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নওফেলের পক্ষে একাট্টা খাতুনগঞ্জের ব্যবসায়ীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
নওফেলের পক্ষে একাট্টা খাতুনগঞ্জের ব্যবসায়ীরা নওফেলের পক্ষে একাট্টা খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে একাট্টা হয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা।

বু্ধবার (২৬ ডিসেম্বর) বিকেলে দেশের অন্যতম বৃহৎ পাইকারী বাজার খাতুনগঞ্জ এলাকায় নওফেলের সমর্থনে মতবিনিময় সভা আয়োজন করে ব্যবসায়ীরা। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাট্রিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় অংশ নেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ব্যবসায়ী।

আপনাদের ভিন্ন মতাদর্শ, মত পার্থক্য থাকতে পারে। আপনাদের যদি সাদাকে সাদা ও কালোকে কালো বলার দৃষ্টিভঙ্গি থাকে তবে অবশ্যই নৌকা প্রতীকের প্রার্থীকে ভোট দেবেন। ’

মতবিনিময় সভায় বক্তব্য দেন আ জ ম নাছির উদ্দীন।  ছবি: উজ্জ্বল ধরএ সময় উপস্থিত হাজারের অধিক ব্যবসায়ী মেয়র আ জ ম নাছির উদ্দীনের বক্তব্যে সমর্থন জানিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।

আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে। ৩০ ডিসেম্বর দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। ওইদিন আপনার মূল্যবান ভোট নৌকা প্রতীকে দেবেন। ’  

সভায় নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, দেশে স্থিতিশীল ও নিরাপদ পরিস্থিতির কারনে সকলে ভালো আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এসব সম্ভব হয়েছে। তিনি (শেখ হাসিনা) দলীয় নেতার ঊর্ধ্বে গিয়ে সাধারণ মানুষের নেতায় পরিনত হয়েছে। শেখ হাসিনা সকল শ্রেণির মানুষের কথা ভাবেন, সকলের কথা শুনেন। ’

মতবিনিময় সভায় বক্তব্য দেন মহিবুল হাসান চৌধুরী নওফেল।  ছবি: উজ্জ্বল ধরখাতুনগঞ্জের ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি আপনাদের সন্তান হিসেবে পরিচিত হতে চাই। আপনারা আমার পিতৃতুল্য। আপনারা আমার প্রতি আপনাদের অধিকার চর্চা করুন। জাতীয় সংসদে গিয়ে আমি আপনাদের দাবি-দাওয়া জাতীয়ভাবে জানাতে চাই। ’

চট্টগ্রাম চেম্বারের সভাপতি ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ, মেট্রোপলিটন চেম্বার পরিচালক মীর আবদুস সালাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি সালামত উল্লাহ, ব্যবাসায়ী নেতা জাকের হোসেন, রেজাউল করিম আজাদ, এহসান উল্লাহ জাহেদী ও ওমর আজম।

মতবিনিময় সভায় খাতুনগঞ্জ এলাকার প্রায় দুই হাজার ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।