ঢাকা, রবিবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৮ এপ্রিল ২০২৪, ১৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দর শ্রমিকদের ভাগ্য বদলে নৌকায় ভোট দিন: নাছির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৮
বন্দর শ্রমিকদের ভাগ্য বদলে নৌকায় ভোট দিন: নাছির বক্তব্য দেন মেয়র আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম: নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার আমলে চট্টগ্রাম বন্দর এক দিনের জন্যও বন্ধ হয়নি। এ সরকার শ্রমিকবান্ধব। নির্বাচনে নৌকার জয় হলে বন্দর শ্রমিকদের সুযোগ-সুবিধা আরও বাড়বে।

বুধবার (২৬ ডিসেম্বর) সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিমতলা বিশ্বরোডের মাথায় চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক-কর্মচারী লীগের (সিবিএ) আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র।

তিনি বলেন, কর্ণফুলীর তলদেশে টানেল হলে আনোয়ারাসহ চট্টগ্রামে বিপুল পরিমাণ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

এতে যোগ্যতার ভিক্তিতে চাকরি পাবে। তখন দেশের মানুষকে আর বেকার থাকতে হবে না।

চট্টগ্রামের সীতাকুণ্ড, মিরসরাই ও আনোয়ারাকে শিল্পাঞ্চল করার সরকারি উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এখানে জ্বালানির পাশাপাশি ভূমি ও শ্রমিক সহজলভ্য হওয়ায় দ্রুত শিল্প নগরীতে রূপান্তরিত হবে দেশের বৃহত্তম বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম।

সংগঠনের সভাপতি মোহাম্মদ মীর নওশাদের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বাংলাদেশ কেন্দ্রীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ ইসহাক, কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, শৈবাল দাশ সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ইসকান্দর মিয়া, নুরুন নবী ও মোহাম্মদ আয়ুব বক্তব্য দেন।

এদিকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছে চট্টগ্রাম সিটি করপোরেশন শ্রমিক কর্মচারী লীগ (সিবিএ)। দুপুরে সিটি করপোরেশনের বঙ্গবন্ধু চত্বরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন এ প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর মেয়রের নেতৃত্বে সিবিএ নেতারাসহ বান্ডেল সেবক কলোনিতে গণসংযোগ ও সমাবেশ করেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৮
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।