ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ঘোষণা ছাড়া পণ্য আনায় চালান আটক বন্দরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
ঘোষণা ছাড়া পণ্য আনায় চালান আটক বন্দরে ঘোষণা ছাড়া ও বেশি পণ্য পাওয়ায় চালান আটক করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা

চট্টগ্রাম: ঘোষণা ছাড়া পণ্য আমদানি করায় চট্টগ্রাম বন্দরে ৫২ লাখ ১৫ হাজার ১৪৭ টাকার একটি চালান আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।  

অধিদফতর সূত্রে জানা গেছে, পণ্য চালানটির কায়িক পরীক্ষার প্রতিবেদন বুধবার (২ জানুয়ারি) চট্টগ্রাম কাস্টম হাউসে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, অধিদফতরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ৬৬ মৌলভীবাজার, তাজমহল টাওয়ারের মেসার্স ওমর ট্রেড ইন্টারন্যাশনালের (BIN: 000644387)  নামে আসা চালানটির খালাস সাময়িকভাবে স্থগিত করা হয়।

তবে ওই চালানে আসা তিনটি কনটেইনারের মধ্যে খালাসের জন্য অপেক্ষমাণ থাকা একটি কনটেইনার স্থগিত করা সম্ভব হয়।    

চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদের ১৭১৭ শেখ মুজিব সড়কের মরিয়ম ভিলার ফাতেমা ট্রেড এজেন্সি।

শতভাগ কায়িক পরীক্ষায় একটি কনটেইনারে ১ হাজার ১৬ কেজি চাবির রিংয়ের ঘোষণা থাকলেও পাওয়া যায় ১ হাজার ৩৭৭ কেজি। ১ হাজার ৫৭ কেজি ফেস্টিভ্যাল আর্টিকেলের বিপরীতে ১ হাজার ২৬৮ কেজি, ১ হাজার ৮০ কেজি নেইল কাটারের বিপরীতে ২ হাজার ৫৬০ কেজি, ২ হাজার ৫৬০ কেজি কটন বাডের বিপরীতে ৪ হাজার ৫৩১ কেজি, ৬৩৭ কেজি অর্ডিনারি শেভারের বিপরীতে ৪ হাজার ৩৬১ কেজি পাওয়া যায়। এ ছাড়া ঘোষণা বহির্ভূত ৩ হাজার ১০ কেজি প্যাড লক এবং ৭৫২ কেজি মেজারিং টেপ পাওয়া যায়।

এসব পণ্যের শুল্কায়নযোগ্য আনুমানিক মূল্য ১১ লাখ ৮২ হাজার ৬৩১ টাকা এবং ফাঁকি দেওয়া শুল্ককরের পরিমাণ আনুমানিক ৭ লাখ ৯৩ হাজার ৫৬১ টাকা । চালানটির মোট মূল্য ১৯ লাখ ৭৬ হাজার ১৯২ টাকা। ফাঁকি দেওয়া রাজস্বসহ পণ্যচালানটির মোট মুল্য ৫২ লাখ ১৫ হাজার ১৪৭ টাকা ।

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।