ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আসলাম-শামসুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৯
আসলাম-শামসুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

চট্টগ্রাম: বিএনপির নেতা আসলাম চৌধুরী ও জামায়াতে ইসলামীর নেতা আ ন ম শামসুল ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলমের আদালত এ আদেশ দেন বলে বাংলানিউজকে জানান চট্টগ্রাম জেলা পুলিশের কোর্ট পরিদর্শক বিজন কুমার বড়ুয়া।

তিনি বলেন, আসলাম চৌধুরী ও আ ন ম শামসুল ইসলামকে আদালতে হাজির করে হাটহাজারী থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলায় সাত দিন করে রিমান্ড আবেদন করে পু্লিশ।

আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নাকচ করে তাদের দুইজনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

আসলাম চৌধুরী বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও আ ন ম শামসুল ইসলাম যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত হয়ে নিবন্ধন বাতিল হওয়া দল জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির।

 

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০১৮
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।