রেলওয়ে সূত্র বলছে, প্রায় প্রতিদিন বিভিন্ন ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এতে ট্রেনের জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গুরুতর আহত হচ্ছেন সাধারণ যাত্রীরা।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের বিভিন্ন রেলস্টেশন ও তার আশপাশের এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে ব্যাপক প্রচারণা চালানো হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ করে মানুষের জানমালের ক্ষতিসাধন একটি ফৌজদারি অপরাধ। প্রাথমিকভাবে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয় প্রশাসন এবং পুলিশের সঙ্গে রেলওয়ে পুলিশের সমন্বয়ে একাধিক টিম গঠন করা হয়েছে। ওইসব টিম বিভিন্ন জায়গায় গিয়ে প্রচারণায় অংশ নিচ্ছে।
সবাই মিলে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে কার্যকরি ভূমিকা গ্রহণ করলে এ ব্যাধি থেকে মুক্ত হওয়া সম্ভব বলে জানান তিনি।
রেলওয়ে আরএনবির পরিদর্শক আমান উল্লাহ আমান বাংলানিউজকে বলেন, রেললাইনের আশপাশের ঘনবসতিপূর্ণ জনপদ, হাটবাজার, স্কুল, মসজিদে গিয়ে পথসভা পরিচালনা এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। পাথর নিক্ষেপ বন্ধে জনমত গঠন করা হচ্ছে। আমরা এ কাজে সাড়াও পাচ্ছি। এভাবে সবাই মিলে কাজ করলে ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধ করা সম্ভব।
বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৯
জেইউ/এসি/টিসি