ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাগর থেকে ৫ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
সাগর থেকে ৫ জেলেকে উদ্ধার নৌবাহিনীর সাগর থেকে ৫ জেলেকে উদ্ধার নৌবাহিনীর

চট্টগ্রাম: বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া একটি ফিশিং বোট থেকে ৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নৌবাহিনীর জাহাজ ‘সাগর’ কক্সবাজারের মহেশখালী থেকে ১০ মাইল দূরে বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় ‘ইয়াসিন’ নামের একটি ফিশিং বোটের ৫ জেলেকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া জেলেরা হলেন: মো. ইয়াসিন (১৮), ওমর ফারুক (১৬), মত্তুল হোসেন (১৫), আনসারুল ইসলাম (১৫) এবং নাজিম উদ্দিন (১৫)।

তারা সবাই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা।  

আইএসপিআর জানায়, ১৭ ডিসেম্বর ৫ জন জেলেসহ ফিশিং বোট ‘ইয়াসিন’ মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়।

পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়লে ভাসমান অবস্থায় তিন দিন তরা সাগরে অবস্থান করে। এসময় জেলেরা তীব্র পানি ও খাদ্য সংকটে পড়ে এবং নানাভাবে উদ্ধার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়।

বৃহস্পতিবার সাগরে টহল কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর জাহাজ ‘সাগর’ ভাসমান ফিশিং বোটটি দেখতে পায়। পরে দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে জেলেদের উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।