ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানে তারের জঞ্জালে আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
জামালখানে তারের জঞ্জালে আগুন জামালখানে তারের জঞ্জালে আগুন। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন জামালখান এলাকায় ক্যাবল টিভি (ডিশ), টেলিফোন ও ইন্টারনেটের তারের জঞ্জাল আগুনে পুড়ে গেছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি পাঠানো হয়।

২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এ আগুনে ফায়ার সার্ভিসের হিসাবে ৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, আগুনের কারণে প্রত্যক্ষদর্শী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময়  বিদ্যুৎ, ক্যাবল টিভি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বাংলাদেশ সময়: ২২১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৯
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।