ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কুয়াশায় শাহ আমানতে প্লেনের শিডিউল বিপর্যয়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
কুয়াশায় শাহ আমানতে প্লেনের শিডিউল বিপর্যয়

চট্টগ্রাম: ঘন কুয়াশার কারণে হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ওঠানামা সাময়িক বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় হয়েছে।

বিমানবন্দরের ট্রাফিক বিভাগ জানায়, কুয়াশা কিছুটা কমে এলে শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার পর প্লেন ওঠানামা স্বাভাবিক হয়। প্রথমে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণ করে।

এর আগে সকালে শাহ আমানত বিমানবন্দরে কুয়াশার কারণে প্লেন চলাচল বন্ধ রাখা হয়। শিডিউল বিপর্যয়ের ফলে ভোগান্তির শিকার হন বিভিন্ন বিমানের যাত্রীরা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, ঘন কুয়াশায় ভিজিবিলিটি কমে যাওয়ায় প্লেন ওঠানামা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছিল। সকাল ১০টার পর প্লেন ওঠানামা স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, কুয়াশার কারণে প্রতিদিনই শিডিউলে সমস্যা হচ্ছে। সকাল সোয়া ১০টা থেকে সাড়ে ১০টার আগে বিমান বন্দরের কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। এতে প্লেনের শিডিউলে কিছুটা বিঘ্ন ঘটছে।  

আরও খবর >>

** কুয়াশায় শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।