ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চান্দগাঁওয়ে সড়কের পাশে দোকানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
চান্দগাঁওয়ে সড়কের পাশে দোকানে আগুন চান্দগাঁওয়ে সড়কের পাশে দোকানে আগুন

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় আরাকান সড়কের পাশে কিছু দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের তিনটি গাড়ি।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাহির সিগন্যাল আল আমিন বারিয়া মাদরাসার সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বাংলানিউজকে বলেন, সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বাহির সিগন্যাল আল আমিন বারিয়া মাদরাসার সামনে সড়কের পাশে কিছু দোকানে আগুন লেগেছে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কালুরঘাট ও চন্দনপুরা স্টেশনের তিনটি গাড়ি।

মো. জসিম উদ্দিন বলেন, প্রাথমিকভাবে গ্যাস লাইন থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

বিস্তারিত পরে জানানো হবে।

পথচারী চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়য়ের কর্মকর্তা ফজলুর রহমান বাংলানিউজকে জানান, বাহির সিগন্যাল আল আমিন বারিয়া মাদরাসার সামনে সড়কের পাশে গ্যারেজসহ ১০ থেকে ১২টি দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি নিয়ন্ত্রণে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।