ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কোতোয়ালীতে সেবা ছাউনি উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
কোতোয়ালীতে সেবা ছাউনি উদ্বোধন সেবা ছাউনি উদ্বোধন করেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান।

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানায় আগত সেবাপ্রার্থীদের সুবিধার জন্য থানা প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে সেবা ছাউনি।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে এ সেবা ছাউনি উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান।

পরে সিএমপি কমিশনার থানায় অফিসার কর্নার পরিদর্শন করেন।

এ সময় চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, ইউসিবি ব্যাংকের ইসি কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমদ খান, উপ-কমিশনার (সদর) আমির জাফর, উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে থানা প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করা হয়।

বক্তব্য দেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান। সিএমপি কমিশনার বলেন, আমরা চাই থানা হোক জনবান্ধব। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে থানায় এসে সেবা নিতে পারেন। থানায় একটি সুন্দর পরিবেশ তৈরি করতে চাই আমরা। সেবা ছাউনির মাধ্যমে থানায় আগত মানুষ উপকৃত হবেন।

অনুষ্ঠানে সিএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মুহাম্মদ আবদুর রউফ, সিনিয়র সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা, ওসি মোহাম্মদ মহসীন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
এসকে/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।