বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নগরের বায়েজিদ এলাকার কুঞ্জছায়া আবাসিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার পিছন পিছন ঘর থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করলে প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত তাসনিয়াকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এমএম/এসি/টিসি