ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রিমিয়ার ইউনিভার্সিটি একাডেমিক কাউন্সিলের সভা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
প্রিমিয়ার ইউনিভার্সিটি একাডেমিক কাউন্সিলের সভা প্রিমিয়ার ইউনিভার্সিটিতে একাডেমিক কাউন্সিলের সভা।

চট্টগ্রাম: প্রিমিয়ার ইউনিভার্সিটির একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় সভায় সভাপতিত্ব করেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. অনুপম সেন।

সভায় প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের সিলেবাসসমূহ বৈশ্বিক মানে উন্নীত করার ব্যাপারে আলোচনা হয়।

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে এমপিএইচ প্রোগ্রাম খোলার বিষয়ও আলোচনায় স্থান পায়। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার কর্তৃক নিয়োজিত বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল শিক্ষা কার্যক্রমকে অ্যাক্রেডিটেশন প্রদানের জন্য যেসব বিধান প্রণয়ন করেছে, সেসব নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

একাডেমিক কাউন্সিলের সদস্য ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক, রেমন্ড আরেং, প্রফেসর অমল ভূষণ নাগ, প্রফেসর ড. মোহীত উল আলম, প্রফেসর ড. মিহির কুমার রায়, প্রফেসর ড. তৌফিক সাঈদ, প্রফেসর ড. মোয়াজ্জম হোসেন, স্থপতি সোহেল এম শাকুর, সহযোগী অধ্যাপক এম মঈনুল হক, সহযোগী অধ্যাপক ইফতেখার মনির, সহযোগী অধ্যাপক টুটন চন্দ্র মল্লিক, সহকারী অধ্যাপক তানজিনা আলম চৌধুরী, সহকারী অধ্যাপক সাদাত জামান খান, সহকারী অধ্যাপক ফারজানা ইয়াসমিন চৌধুরী প্রমুখ।

এছাড়া সদস্য সচিব প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার খুরশিদুর রহমান ও পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহিম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।