ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুড়লো লাখ টাকার গরু, ১৬ কিমি দূর থেকে এলো ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
পুড়লো লাখ টাকার গরু, ১৬ কিমি দূর থেকে এলো ফায়ার সার্ভিস ...

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো বাজারে আগুনে পুড়ে মারা গেছে লাখ টাকা দামের তিনটি গরু। বেশ কিছু মাটির ঘর, কাঁচা ঘর, একটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে।

 

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ১৬ কিলোমিটার (কিমি) দূরের রামগড় ফায়ার স্টেশনের একটি গাড়ি এলেও পুকুর বা জলাশয় না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।

এক ডজনের বেশি হোস (পাইপ) জোড়া দিয়ে একটি পুকুর থেকে পানি সংগ্রহ করতে হয়।  

স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে টিনের বেড়া ও ছাউনির মিল্লাত ফার্নিচার, আবদুর রব ও আবদুল মান্নান নামের দুই ভাইয়ের মাটির দেয়ালের টিনের ছাউনির বসতঘর ও কাঁচা ভাড়া ঘর, গোয়ালঘর পুড়ে গেছে। এ সময় রান্নাঘর সংলগ্ন গোয়ালঘরে থাকা একটি গাভি ও দুইটি বাছুর বাঁধা অবস্থায় অঙ্গার হয়ে গেছে।  

রামগড় ফায়ার স্টেশনের ‘লিডার’ মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, রাত ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই আমরা। পৌঁছার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই আমরা।

তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ নির্ধারণ করা হবে।  

এদিকে স্থানীয় লোকজন হেঁয়াকো বাজার বা আশপাশের এলাকায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১০৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।