ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সুদীপ্ত হত্যা: আদালতে অভিযোগপত্র গ্রহণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
সুদীপ্ত হত্যা: আদালতে অভিযোগপত্র গ্রহণ

চট্টগ্রাম: ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে আদালতে দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।  

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন মুরাদের আদালত অভিযোগপত্র গ্রহণ করেন।

 

অভিযোগপত্র গ্রহণ করে আদালত আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন বলে বাংলানিউজকে জানান সিএমপির সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ।  

২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরের সদরঘাট থানাধীন দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে খুন করা হয়।

এ ঘটনায় তার বাবা মেঘনাথ বিশ্বাস বাদি হয়ে মামলা দায়ের করেন।

সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় ২০১৯ সালের ৪ আগস্ট দিদারুল আলম মাসুমকে ঢাকা থেকে গ্রেফতার করেছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।

অভিযোগপত্রে মোট ২৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ১৮ জন বিভিন্ন সময় গ্রেফতার হয়েছেন। ছয় জন পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এসকে/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।