ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিচারকের উপর হামলা, যুবকের ৫ বছরের জেল

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
বিচারকের উপর হামলা, যুবকের ৫ বছরের জেল

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় মো. জহির উদ্দিন নামে এক বিচারকের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আলী আকবর ইকবাল (২৭) নামে এক যুবককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই রায়ে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক মাসের জেল দিয়েছেন।

এ মামলায় অপর অভিযুক্ত হাসান আলী জিসানকে (২৪) খালাস দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদের আদালত এ রায় দেন।

 

সাজাপ্রাপ্ত আলী আকবর ইকবাল বন্দর থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা হাজী ইকবালের ছেলে। হাজী ইকবাল ও তার ছেলে আলী আকবর ইকবাল যুবলীগ কর্মী মহিউদ্দীন হত্যা মামলার আসামি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বাংলানিউজকে বলেন, মো. জহির উদ্দিন নামে এক বিচারকের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় আলী আকবর ইকবালকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও এক মাসের জেল দিয়েছেন। এ মামলায় অপর অভিযুক্ত হাসান আলী জিসানকে খালাস দিয়েছেন আদালত।  

গত ৯ ডিসেম্বর বিকেলে পতেঙ্গা এলাকায় উল্টো পথে মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় যুগ্ম মহানগর দায়রা জজ চট্টগ্রাম ৫ম আদালতের বিচারক মো. জহির উদ্দিনের উপর হামলা করে আলী আকবর ইকবাল, হাসান আলী জিসানসহ চার যুবক। এ সময় স্থানীয়রা আলী আকবর ইকবাল, হাসান আলী জিসানকে আটক করে।

এ ঘটনায় বিচারক মো. জহির উদ্দিনের গাড়ি চালক রাজু শেখ বাদি হয়ে পতেঙ্গা থানায় আলী আকবর ইকবাল ও হাসান আলী জিসানকে এজাহারনামীয় ও দুইজনকে পলাতক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
এসকে/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।