ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্মচারীকে পেটালেন জেলা নির্বাচন কর্মকর্তা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
কর্মচারীকে পেটালেন জেলা নির্বাচন কর্মকর্তা 

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের বিরুদ্ধে অফিসের এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কমিশন অফিসে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার কর্মচারীর নাম রক্তিম বড়ুয়া। তিনি পাঁচলাইশ থানা নির্বাচন অফিসে অফিস সহায়ক হিসেবে কাজ করেন।

জানা গেছে, কাজের ফাঁকে পাঁচলাইশ থানা নির্বাচন অফিসের অফিস সহায়ক রক্তিম বড়ুয়া ওয়াশরুমে যান। সেখান থেকে ফেরার সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের সঙ্গে দেখা হয় তার। এক পর্যায়ে রক্তিম বড়ুয়াকে মারধর করেন আতাউর রহমান।

এ বিষয়ে ভুক্তভোগী কর্মচারী রক্তিম বড়ুয়া গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

তবে নাম প্রকাশ না করার শর্তে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, রক্তিম ওয়াশরুম থেকে ফেরার পর আতাউর স্যার তাকে (রক্তিম) কোথায় গিয়েছেন তা জানতে চান। উত্তরে রক্তিম ওয়াশরুম থেকে ফিরছেন বলতেই তাকে মারধর শুরু করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা অতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করে বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি।

তিনি বলেন, নির্বাচন কমিশনে অনেক দালাল ধরি। কোনোভাবে নির্বাচন কমিশনে জয়নালের মতো চরিত্র তৈরি হতে দেওয়া যাবে না।  

যাকে মারধর করেছেন তিনি দালাল কিনা জানতে চাইলে দালালের সঙ্গে রক্তিম বড়ুয়ার যোগসাজশ থাকতে পারে বলে জানান তিনি।

এ বিষয়ে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামানের সঙ্গে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২১
এমএম/এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।