ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

৩৬ ঘণ্টা পানি থাকবে না চকবাজার এলাকায় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
৩৬ ঘণ্টা পানি থাকবে না চকবাজার এলাকায়  ফাইল ছবি।

চট্টগ্রাম: নগরের কাপাসগোলায় চলমান জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের সুবিধার্থে চকবাজার এলাকায় ৩৬ ঘণ্টা পানি থাকবে না।
 
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে পরবর্তী ৩৬ ঘণ্টা চকবাজারসহ আশপাশের এলাকায় ওয়াসার পানি সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

এদিকে পানি সরবরাহ বন্ধ থাকায় চকবাজার, দেওয়ানবাজার, ঘাটফরহাদবেগ সহ আশপাশের এলাকার বাসিন্দারা দুর্ভোগে পড়েছেন। পানি কিনে এনে নিত্যকর্ম সারতে হচ্ছে তাদের।

ঘাটফরহাদবেগ এলাকার বাসিন্দা শোভন দাশ বাংলানিউজকে বলেন, পানি সরবরাহ বন্ধ রাখার বিষয়ে এলাকায় ওয়াসার পক্ষ থেকে কোনও মাইকিং বা প্রচারণা চালানো হয়নি। হঠাৎ করে পানি না পেয়ে বিব্রতকর অবস্থায় পড়েছি।  

চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বাংলানিউজকে বলেন, কাপাসাগোলায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। ওয়াসার বুস্টার লাইন যেসব এলাকা দিয়ে গেছে ওইসব এলাকায় ৩৬ ঘণ্টা পানি থাকবে না।  আমরা দ্রুত কাজ শেষ করে পানি সরবরাহ দেওয়ার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এমএম/জেইউ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad