ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিককে ২০০ রিকশাভ্যান দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
চসিককে ২০০ রিকশাভ্যান দিল আল-আরাফাহ ইসলামী ব্যাংক  ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরের ময়লা আবর্জনা অপসারণের সুবিধার্থে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম সিটি করপোরেশনকে আরও ২০০টি তিন চাকার রিকশাভ্যান দিয়েছে।  

টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে সম্প্রতি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর হাতে ভ্যানগাড়িগুলো হস্তান্তর করা হয়।

 

মেয়র বলেন, নগরকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে করপোরেশনের সেবকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সিটি করপোরেশনের সব নাগরিকসেবা নির্বিঘ্ন রাখতে নগরবাসীরও সহযোগিতা প্রয়োজন।

পৌরকর হালনাগাদ পরিশোধের পাশাপাশি ব্যাংক-বিমা, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নগরকে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব রাখতে চসিককে সহযোগিতায় এগিয়ে এলে নগরবাসী উপকৃত হবে।  

তিনি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আবর্জনা পরিষ্কারে ভ্যানগাড়ি প্রদানের মাধ্যমে যে সহযোগিতা করেছে তা প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেন।  

মেয়র এ ধরনের নগর সেবামূলক কাজে বড় শিল্পগ্রুপ ও অন্যান্য ব্যাংক-বিমাকে এগিয়ে আসার আহ্বান জানান।

রিকশাভ্যান হস্তান্তরের সময় কাউন্সিলর শৈবাল দাশ সুমন, হাসান মুরাদ বিপ্লব, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাসেম, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, আল-আরাফাহ ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর পক্ষে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সালামত উল্লাহ, জোনাল হেড মোহাম্মদ আজম এবং এইচএইচ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম বখতিয়ার উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।