ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১০ প্রতীকী ছবি

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১০ জনের শরীরের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদিন নমুনা পরীক্ষা করা হয় ১ হাজার ৫২৫টি।

তবে করোনায় কারও মৃত্যু হয়নি।

রোববার (২৮ মার্চ) বিকেলে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামে ৫টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১১০ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৭ দশমিক ২১ শতাংশ। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৯৮ জন এবং উপজেলায় ১২ জন।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯ হাজার ২১৮ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৩৮৪ জনের।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।