ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অধ্যাপক ড. মঈনুদ্দীন আহমদের মৃত্যুতে সাদার্ন ইউনিভার্সিটির শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
অধ্যাপক ড. মঈনুদ্দীন আহমদের মৃত্যুতে সাদার্ন ইউনিভার্সিটির শোক অধ্যাপক ড. মঈনুদ্দীন আহমদ খান

চট্টগ্রাম: সাদার্ন  ইউনিভার্সিটির প্রথম উপাচার্য এবং ইসলামি ইতিহাস ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মঈনুদ্দীন আহমদ খানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে সাদার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

রোববার (২৮ মার্চ) সকাল ৯টায় নিজ বাসভবনে অধ্যাপক ড. মঈনুদ্দীন আহমদ খান ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

  তিনি ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন পরিচালক ও দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন।  

শোকবার্তায় বলা হয়, অধ্যাপক ড. মঈনুদ্দীন আহমদের মৃত্যুতে বাংলাদেশের অপূরণীয় ক্ষতি হয়েছে।

সেই সঙ্গে আমরা হারালাম একজন অভিভাবক, পথপ্রদর্শক ও জ্ঞানপ্রদীপ। সাদার্ন ইউনিভার্সিটির অগ্রযাত্রায় মহান এ শিক্ষকের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন একটি উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে পুরো সাদার্ন পরিবার শোকাহত।

শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মো. মোজাম্মেল হক,  ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমান, উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ, বিভিন্ন অনুষদের ডিন।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।