ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে দুই দিন পর সরানো হচ্ছে ব্যারিকেড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
হাটহাজারীতে দুই দিন পর সরানো হচ্ছে ব্যারিকেড

চট্টগ্রাম: হাটহাজারীতে রাস্তার ওপর তৈরি করা দেয়াল অবশেষে দুই দিন পর সরানো হচ্ছে ।  গত ২৬ মার্চ দুপুরে হেফাজত ইসলামের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ দেয়াল তৈরি করে হাটহাজারী-চট্টগ্রাম সড়কে ব্যারিকেড দেয়।

রোববার ( ২৮ মার্চ) রাতে হেফাজত ইসলামের কর্মীরা স্বেচ্ছায় এ ব্যারিকেড সরিয়ে নেয়।  

প্রশাসন দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায়  ব্যারিকেড তুলে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হেফাজত ইসলামের সহ সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস।

তিনি বাংলানিউজকে বলেন, অবরোধ তুলে নেওয়া হচ্ছে। রাতের মধ্যে হাটহাজারী-খাগড়াছড়ি সড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক বাংলানিউজকে বলেন, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কাজ করছে প্রশাসন।  নিরাপত্তা ব্যবস্থাও জোরদার  করা হয়েছে। রাস্তায় দেওয়া ব্যারিকেড সরিয়ে নেওয়া হচ্ছে। আশা করছি রাতের মধ্যেই এই সড়কে
যান চলাচল স্বাভাবিক হবে।

এরআগে বিকেলে বিক্ষোভ করে হেফাজত নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। এসময় হরতাল সফল হয়েছে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।