ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনাভাইরাসে একজনের মৃত্যু, আক্রান্ত ২৭৬ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
চট্টগ্রামে করোনাভাইরাসে একজনের মৃত্যু, আক্রান্ত ২৭৬ জন প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ২৭৬ জন। মৃত্যুবরণ করেছেন একজন।

গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮৩টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া যায়।  

সোমবার (২৯ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন মতে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নমুনা পরীক্ষায় ২৭৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৯ দশমিক ৯১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরে ২১৬ জন এবং উপজেলায় ৬০ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯ হাজার ৪৯৪ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।

এদিকে ক্রমাগত সংক্রমণ বেড়ে চললেও মানুষের মধ্যে নেই সচেতনতা। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহারেও রয়েছে অনীহা। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ স্বাস্থ্য সংশ্লিষ্টদের।
 
বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।