ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টিকা নিয়ে করোনা আক্রান্ত চট্টগ্রামের সিভিল সার্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
টিকা নিয়ে করোনা আক্রান্ত চট্টগ্রামের সিভিল সার্জন

চট্টগ্রাম: এবার টিকা নিয়ে করোনা আক্রান্ত হলেন চট্টগ্রামের জেলা  সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী।  

সোমবার (২৯ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া।

তিনি বাংলানিউজকে বলেন, গতকাল নমুনা প্রদান করেন তিনি। আজ রিপোর্ট আসলে তিনি করোনা পজেটিভ শনাক্ত হন।

তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা টিকা নেন তিনি। এরপর ৫০ দিনের মাথায় করোনা আক্রান্ত হন। চট্টগ্রামে করোনা পরিস্থিতির শুরু থেকে সামনে থেকে নেতৃত্ব দেন তিনি।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, মার্চ ২৯, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।