ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২২তম ব্যাচের কুচকাওয়াজ স্থগিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২২তম ব্যাচের কুচকাওয়াজ স্থগিত ...

চট্টগ্রাম: দেশে করোনা মহামারির সংক্রমণ বাড়তে থাকায় স্থগিত করা হয়েছে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের (এনএমআই) ২২তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ। চট্টগ্রামের ২২তম ব্যাচের ৬৬ জন ও মাদারীপুরের ১১তম ব্যাচের ৩০ জন প্রি-সি রেটিংসের ছয় মাসের কোর্স শেষে আগামী ৮ এপ্রিল এ কুচকাওয়াজ হওয়ার কথা ছিল।

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন ফয়সাল আজিম বাংলানিউজকে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা। কিন্তু দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে।

কুচকাওয়াজের পরিবর্তিত তারিখ ও সময় সংশ্লিষ্টদের যথাসময়ে জানিয়ে দেব আমরা।  

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।