ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ...

চট্টগ্রাম: প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপাচার্য (ভিসি) হিসেবে কার্যভার গ্রহণ করেছেন। রোববার (২৮ মার্চ) কার্যভার গ্রহণ করেন তিনি।

পরদিন সোমবার (২৯ মার্চ) নতুন উপাচার্যকে ফুল দিয়ে বরণ করেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

সীতাকুণ্ডের কুমিরার আইআইইউসি'র ভিসি কার্যালয়ে এ বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী, প্রফেসর ড. মো. ফসিউল আলম, প্রফেসর ড. মো. সালেহ জহুর, প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ, ট্রেজারার ড. মুহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার মুহাম্মদ শফীউর রহমান, বঙ্গবন্ধু গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক সারোয়ার আলম, সেন্টার ফর রিচার্স অ্যান্ড পাবলিকেশনের পরিচালক ড. আখতারুজ্জামান খানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, সিনিয়র শিক্ষক ও কর্মকর্তারা।

প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর আনোয়ারুল আজিম এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।