ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪০ হাজার ছুঁই ছুঁই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
চট্টগ্রামে করোনা আক্রান্ত ৪০ হাজার ছুঁই ছুঁই প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৯৯৬ জন। গত ২৪ ঘন্টায় ২ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯০ জন।

এসময়ে করোনায় মৃত্যুবরণ করেনি কেউ।  

বুধবার (৩১ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের ৮টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

নতুন আক্রান্তদের মধ্যে নগরে ২৫৪ জন এবং উপজেলায় ৩৬ জন।  

এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে চট্টগ্রামে গণপরিবহনে ৫০ শতাংশ কম যাত্রী নিয়ে যাতায়াত এবং ৬০ শতাংশ ভাড়া কার্যকর করা হয়েছে। তবে এতেও জনসাধারণের মধ্যে সচেতনতা লক্ষ্য করা যায়নি।
 
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।