ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ব্যাংকে বোমার ভয় দেখিয়ে যুবকের কাণ্ড!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
ব্যাংকে বোমার ভয় দেখিয়ে যুবকের কাণ্ড! ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বোমার ভয় দেখিয়ে নগরের একটি বেসরকারি ব্যাংকে ডাকাতির চেষ্টাকালে তারিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ।

বুধবার (৩১ মার্চ) ইপিজেড থানাধীন নেভাল এভিনিউ এলাকায় একটি বেসরকারি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।

 

অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ইপিজেড থানার ওসি (অপারেশন) সাজিদ কামাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি বাংলানিউজকে বলেন, পকেটে বোমা আছে এমন ভয় দেখিয়ে ব্যাংক কর্মকর্তাদের জিম্মি করার চেষ্টা করে ওই যুবক।

পরে পুলিশ তাকে আটক করে। তার পকেটে বোমা সদৃশ কোনো বস্তু পাওয়া যায়নি। পকেটে ছিল মূলত একটি বডি স্প্রে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফসার বাংলানিউজকে জানান, এক যুবক বোমাসদৃশ বস্তুসহ  ব্যাংকে গিয়ে ৫০ লাখ টাকা দাবি করেন। না দিলে বোমা ফাটানোর হুমকি দিয়ে কর্মকর্তাদের ব্যাংকের ভেতরে জিম্মি করার চেষ্টা করেন।  

তিনি বলেন, ঘটনাস্থলে র‍্যাব, পুলিশ ও বোমা বিস্ফোরণ ইউনিট অভিযান চালিয়ে তারিকুল ইসলাম নামে এক যুবককে আটক করে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।