ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
পাহাড় কাটায় ৩ লাখ টাকা জরিমানা ...

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় দুইজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (৩১ মার্চ) দুপুরে শুনানি শেষে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. নুরুল্লাহ নুরী।

দণ্ডিত দুইজন হলেন- মো. মাঈনুদ্দীন ও নাজির আহমদ।

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম মহানগরের জামতলা ডেবারপাড় এলাকায় দুই ব্যক্তির বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ পাওয়া যায়।

সরেজমিন পরিদর্শনে অভিযোগের সত্যতা মিলেছে। দুপুরে শুনানিতে পাহাড় কাটার কথা স্বীকার করেন অভিযুক্ত মাঈনুদ্দীন ও নাজির। পরে তাদের দেড় লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।