ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০২১
গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবক নিহত ...

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় নারীর শ্লীলতাহানি করতে গিয়ে এলাকাবাসীর গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন সৈয়দ নুর (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) ভোরে চুনতি ইউনিয়নের বাগানপাড়া এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

 

সৈয়দ নুর একই উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল এলাকার মুহাম্মদ ইসলাম প্রকাশ লালু মিয়ার ছেলে। গণপিটুনিতে মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমান জিকু।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই নারী দুই ছেলেকে নিয়ে নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। তার স্বামী বান্দরবন জেলার লামা থানার আজিজনগর এলাকায় ব্রিকফিল্ডে চাকরিতে থাকায় বাড়িতে ছিলেন না। গভীর রাতে বসতঘরের বেড়া কেটে সৈয়দ নুর ঘরে ঢুকে ওই গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় পাশে থাকা গৃহবধূর বড় ছেলে চিৎকার দিলে এলাকার লোকজন এসে সৈয়দ নূরকে আটক করে। এরপর গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সৈয়দ নুর মারা যায়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, শ্লীলতাহানির চেষ্টা করায় ওই যুবককে মারধর করেছে স্থানীয় চার-পাঁচজন। যুবকটি মানসিক ভারসাম্যহীন ছিল। নিহত যুবকের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।