ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিজিএমইএ’র নির্বাচন চলছে 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
চট্টগ্রামে বিজিএমইএ’র নির্বাচন চলছে  লোগো।

চট্টগ্রাম: তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ পরিচালনা পর্ষদের নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  

রোববার (৪ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামে ২৩৭টি ভোট পড়েছে।

এবার ঢাকা ও চট্টগ্রামে ৩৫টি পরিচালক পদের জন্য লড়ছেন নির্বাচনকেন্দ্রিক জোট সম্মিলিত পরিষদ ও ফোরামের ৭০ জন প্রার্থী।  

খুলশীর বিজিএমইএর আঞ্চলিক কার্যালয়ে সকাল ৯টা থেকে একটানা সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

চট্টগ্রামে ভোটার ৪৬১ জন।

ফোরামের চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হলেন- অ্যারিয়ন ড্রেসের মোহাম্মদ আতিক, চিটাগং এশিয়ান অ্যাপারেলসের মোহাম্মদ আবদুস সালাম, ক্লিপটন অ্যাপারেলসের এম মহিউদ্দিন চৌধুরী, ম্যাগি অ্যান্ড লিজ অ্যাপারেলসের এনামুল আজিজ চৌধুরী, মেলো ফ্যাশনসের শরীফ উল্লাহ, রিজি অ্যাপারেলসের মির্জা মো. আকবর আলী চৌধুরী, রেন্সকো সোয়েটারের মোহাম্মদ দিদারুল আলম, দ্য নিড অ্যাপারেলসের রিয়াজ ওয়েজ ও উল ওয়ার্ল্ডের খন্দকার বেলায়েত হোসেন।

সম্মিলিত পরিষদের চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হলেন- এএসআর অ্যাপারেলের এ এম শফিউল করিম খোকন, অ্যামেকো ফেব্রিক্সের এম আহসানুল হক, ফোর এইচ অ্যাপারেলের মো. হাসান জেকি, এইচকেসি অ্যাপারেলের রকিবুল আলম চৌধুরী, লেগেসি ফ্যাশন্সের তানভীর হাবিব, এনএলজেড ফ্যাশনসের মোহাম্মদ মেরাজ-ই-মোস্তফা, আরএসবি ইন্ড্রাস্ট্রিয়ালের অঞ্জন শেখর দাশ, টপ স্টার ফ্যাশনসের আবসার হোসেন ও ওয়েল ডিজাইনার্সের সৈয়দ নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২১
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।