ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অচেতন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ম্যাজিস্ট্রেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২১
অচেতন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন ম্যাজিস্ট্রেট অচেতন যাত্রী।

চট্টগ্রাম: নগরে একটি বাস থেকে অচেতন অবস্থায় যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন ম্যাজিস্ট্রেট।  

শনিবার (৪ এপ্রিল) জিইসির মোড় এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ওই যাত্রীকে উদ্ধার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।

 

পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে বলেন, ‘স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা দেখতে জিইসি মোড়ে অভিযান চালানো হচ্ছিলো।

এসময় একটি বাসের পেছনের সিটে এক যাত্রীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়ে দেই। ধারণা করছি, মলম পার্টির খপ্পরে পড়েছেন ওই যাত্রী।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘন্টা, এপ্রিল ০৪, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।