ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাহাজে শ্রমিকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
জাহাজে শ্রমিকের মৃত্যু 

চট্টগ্রাম: গভীর সমুদ্র বন্দরে একটি জাহাজে আবদুল্লাহ (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করেন তার সহকর্মীরা।

রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত আবদুল্লাহ বান্দরবান জেলার রুমা উপজেলার পেন্দু চান্দা পাড়ার মুনকিছনের ছেলে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।  

হাসপাতালে ওই শ্রমিকের সহকর্মী সাইদুল মাঝি বাংলানিউজকে জানান, স্ট্যাটম্যান্ট অফ ফেক নামের জাহাজের কোস্টার হাউজে কর্মরত ছিলেন আবদুল্লাহ। তিনি জাহাজের ম্যানহোলের ভেতরে তামা খুঁজতে গত শনিবার রাতে প্রবেশ করেন। এরপর রাতে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। অবশেষে রোববার দুপুর ১টার দিকে তাকে উদ্ধার করা হয়।  

এ অবস্থায় গভীর সমুদ্র থেকে রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গা আনা হয় আবদুল্লাহকে। পতেঙ্গা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
এমএম/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।