ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লকডাউনে অফিসগামী মানুষের দুর্ভোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
লকডাউনে অফিসগামী মানুষের দুর্ভোগ ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: সাতদিনের লকডাউন, অথচ সীমিত পরিসরে খোলা সরকারি, বেসরকারি অফিস ও পোশাক কারখানা। আবার বন্ধ রয়েছে অধিকাংশ গণপরিবহনও।

ফলে সকাল থেকে অফিসগামী মানুষকে পোহাতে হয়েছে দুর্ভোগ।  

সোমবার (৫ এপ্রিল) সকালে নগরের মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অফিসগামী যাত্রীদের।

যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে রওনা দিয়েছেন গন্তব্যে। দূরপাল্লার  যান চলাচলও বন্ধ থাকায় টেক্সি-রিকশায় দ্বিগুণ ভাড়া দিয়ে যেতে হয় কর্মস্থলে। মাঝে মধ্যে এক-দুটি বাসের দেখা মিললে হুমড়ি খেয়ে পড়ছেন লোকজন।

বেসরকারি ব্যাংকের চাকরিজীবী শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, লকডাউনে অফিস খোলা আবার গণপরিবহন বন্ধ। বাসা থেকে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি কিন্তু কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। সিএনজি টেক্সিতেও ভাড়ার পরিমাণ আগের তুলনায় বেশি।

শারমিন আখতার নামে আরেক যাত্রী জানান, সীমিত আকারে অফিস খোলা রেখেছে কিন্তু যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। রাস্তায় নামলেই যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। সিটি সার্ভিসে গাদাগাদি করে যাত্রীদের নেওয়া হচ্ছে। করোনার সংক্রমণের ভয়ে এসব বাসে ওঠার সুযোগও নেই।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘন্টা, এপ্রিল ০৫, ২০২১
এমএম/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।