ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কষ্টকে চিরবিদায় দিলেন জসিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
কষ্টকে চিরবিদায় দিলেন জসিম মো.জসিম

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানাধীন চর চাক্তাইয়ে রোগের কষ্ট সইতে না পেরে মো.জসিম (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।  

সোমবার (৫ এপ্রিল) সকালে নূর হোসেন চেয়ারম্যান বাড়ির কসাই আলমের ঘরে এ ঘটনা ঘটে।

 

মো.জসিমের পিতা নূর ইসলাম বাংলানিউজকে বলেন, জসিম কিছুদিন ধরে পায়ের শিরায় ব্যথাজনিত সমস্যায় ভুগছিলো। বেসরকারি হাসপাতালে অপারেশন ও ওষুধের জন্য প্রায় ২ লাখ টাকা খরচ করেছি।

কিন্তু লাভ হয়নি। এক চিকিৎসক তাকে আবারও ইনজেকশন দেওয়ার পরামর্শ দেন, যেটার দাম ১২ হাজার টাকা। টাকার অভাবে  ইনজেকশন দেওয়া সম্ভব হয়নি।  

তিনি বলেন, রোগের যন্ত্রণা সইতে না পেরে সকালে সবার অজান্তে গলায় ওড়না প্যাঁচিয়ে দুই সন্তানের জনক জসিম আত্মহত্যা করেছে। সে মুরাদপুর থেকে কোতোয়ালী লাইনের মাহিন্দ্রা গাড়ির চালক ছিল।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বাংলানিউজকে বলেন, ওই যুবককে উদ্ধার করে পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘন্টা, এপ্রিল ০৫, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।