ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদার মোহনায় অভিযান: ৪০ হাজার মিটার জাল জব্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, আগস্ট ১, ২০২১
হালদার মোহনায় অভিযান: ৪০ হাজার মিটার জাল জব্দ হালদার মোহনায় অভিযান

চট্টগ্রাম: কর্ণফুলী নদীর কালুরঘাট সেতু থেকে হালদা কর্ণফুলীর মোহনা ও হালদা নদীর ছায়ার চর এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার ভাসান জাল জব্দ করেছে নৌপুলিশ।  

রোববার (১ আগস্ট) দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

 
 
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, হালদার মোহনায় অবৈধ মাছ শিকারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি আমরা। ঈদ উল আজহা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ অবৈধ মাছ শিকারিরা বিভিন্ন ধরনের জাল পেতেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
 

অভিযানে প্রায় ৪০ হাজার মিটার সূতার ভাসান জাল, বেহুন্দি জাল বসানোর ২০টি ‘ফিক্সড ইঞ্জিন’ বাঁশ নদী থেকে জব্দ তালিকা মূলে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।