ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইলিয়াছ ব্রাদার্সের এমডিসহ ৫ পরিচালককে গ্রেফতারের আদেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২১
ইলিয়াছ ব্রাদার্সের এমডিসহ ৫ পরিচালককে গ্রেফতারের আদেশ প্রতীকী ছবি

চট্টগ্রাম: ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখার ১৮৩ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫৭৩ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় ভোগ্যপণ্য ব্যবসা প্রতিষ্ঠান মোহাম্মদ ইলিয়াছ ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শামসুল আলমসহ ৫ পরিচালককে গ্রেফতারের আদেশ দিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত।  

সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

গ্রেফতারের আদেশের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন আদালতের পেশকার মো. রেজাউল করিম।  

গ্রেফতারি পরোয়ানাভুক্ত অন্যরা হলেন- মোহাম্মদ ইলিয়াছ ব্রাদার্স লিমিটেড কোম্পানি ও এডিবল অয়েল রিফাইনারি ইউনিট-২ এর চেয়ারম্যান মো. নুরুল আবছার, পরিচালক মো. নুরুল আলম, কামরুন নাহার বেগম ও তাহমিনা বেগম।

 

আদালত সূত্রে জানা গেছে, মোহাম্মদ ইলিয়াছ ব্রাদার্সের খেলাপি ঋণ আদায়ে মামলা করেছে একাধিক ব্যাংক। এর মধ্যে ২০১২ সালে মামলা করে ন্যাশনাল ব্যাংক লিমিটেড খাতুনগঞ্জ শাখা, অর্থঋণ মামলা নম্বর ২০৪/১২। এ মামলায় আদালত রায় প্রদান করলে একই আদালতে অর্থ জারির মামলা নম্বর ৯৩/২০২৫ দায়ের করা হয়। একই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।  গ্রেফতারি পরোয়ানা জারির বিরুদ্ধে হাইকোর্ট রিট পিটিশন মূলে জারি মামলা দ্রুত নিষ্পত্তির আলোকে দায়িকগণের প্রতি আদালত গ্রেফতারের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।