ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মধ্যরাতে কিশোরীকে অপহরণ, ৪ কিশোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১
মধ্যরাতে কিশোরীকে অপহরণ, ৪ কিশোর আটক

চট্টগ্রাম: নগরের বায়েজিদ এলাকায় মধ্যরাতে এক কিশোরীকে অপহরণের সময় ৪ কিশোরকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে বায়েজিদ থানার জেলা পরিষদ এলাকার পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

এসময় অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- বায়েজিদ এলাকার তৈয়ব শাহ এর ছেলে শাহাব উদ্দীন (২০), খোরশেদ আলমের ছেলে মো. হেলাল (২০), নুরুল ইসলামের ছেলে মো. ইমরান (১৯) ও আব্দুর রবের ছেলে মো. আরিফ (১৯)।

 

আটকের পর চার কিশোরের বিরুদ্ধে ভুক্তভোগী কিশোরীর বাবা মামলা দায়ের করেছেন। পরে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, মধ্যরাতে এক তরুণীকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় জেলা পরিষদের পুলিশ বক্সের সামনে থেকে চার কিশোরকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২১ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।