ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১
বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বাঁশখালীতে সিএনজি অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী।

নিহত ছৈয়দুল ইসলাম (৩৮) হাটহাজারী এলাকার বাসিন্দা তাজুল ইসলামের পুত্র এবং দুবাই প্রবাসী। তার ৫ বছর ও এক বছর বয়সী দুই কন্যা সন্তান র‌য়ে‌ছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে চাম্বল ইউনিয়নের চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম বড় মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে বাঁশখালী স্কয়ার ক্লিনিকে নিয়ে যায়।

নিহতের চাচাতো ভাই সো‌লেমান পাশা চৌধুরী জানান, ছৈয়দুল ইসলাম তার প্রতি‌বে‌শীকে নি‌য়ে কুতুব‌দিয়ায় মা‌লেক শাহ’র কবর জেয়ারতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। তিনি দুবাইয়ের সারজায় চাকরি করতেন। লকডাউ‌নের কার‌নে এতদিন ফির‌তে পারেননি। আগামী সপ্তা‌হে তার দুবাই ফি‌রে যাওয়ার কথা ছিল।

স্কয়ার ক্লিনিকের চিকিৎসক ডা. জাবেদুল ইসলাম বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় ছৈয়দুল ইসলামকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় দুপুর ১২টার দি‌কে তার মৃত্যু হয় বলে শুনেছি।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২১ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।