ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এমবিবিএস ফাইনালে পাসের হার ৭০ শতাংশ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এমবিবিএস ফাইনালে পাসের হার ৭০ শতাংশ প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত মেডিক্যাল কলেজগুলোর এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।  

রোববার (২৪ অক্টোবর) দুপুরে ফলাফল প্রকাশিত হয় বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও চবি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

তিনি বলেন, এবার এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষায় পাসের হার প্রায় ৭০ শতাংশ।

মেডিসিন অনুষদ সূত্রে জানা যায়, চবির অধীন সবকয়টি মেডিক্যাল কলেজের মোট ১ হাজার ২০৫ জন পরীক্ষার্থী এমবিবিএস ফাইনাল পরীক্ষায় অংশ নেন।

 পাস করেছেন ৮৪০ জন শিক্ষার্থী।  

এর আগে গত ১৬ আগস্ট চবির ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শুরু হয়। শেষ হয় গত ২৮ আগস্ট। করোনার কারণে কয়েকবার পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।