ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় ফের ডলফিনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
হালদায় ফের ডলফিনের মৃত্যু হালদা নদী

চট্টগ্রাম: প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী থেকে আরেকটি মরা ডলফিল উদ্ধার করা হয়েছে। রোববার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।

এ নিয়ে গত ৪ বছরে কেবল হালদা থেকেই মরা ডলফিন উদ্ধারের ঘটনা ঘটেছে ৩২টি।

বারবার এমন ঘটনায় মনে করা হচ্ছে, ডলফিনের জন্য অনিরাপদ আবাসস্থল হয়ে উঠেছে হালদা।

হালদা গবেষকরা বলছেন, অবৈধ মাছ শিকারিদের জাল ডলফিনের মৃত্যু বাড়ার কারণ। এ অবস্থা চলতে থাকলে ডলফিনশূন্য হবে হালদা।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরীয়া বাংলানিউজকে বলেন, রোববার আন্তর্জাতিক ডলফিন দিবস উদযাপন করতে গিয়েছিলাম। যাওয়ার পরে সকাল ১০টার দিকে খবর পেলাম আজকেও একটি ডলফিন মারা গেছে। মৃত ডলফিনের শরীরে বড় বড় ক্ষতচিহ্ন রয়েছে ও পচে গেছে। বন বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও আমরা সিদ্ধান্ত নিয়ে গড়দুয়ারা এলাকায় মরা ডলফিনটি মাটি চাপা দিয়েছি। এটির দৈর্ঘ্য ৫ ফুট ও ওজন আনুমানিক ৩০-৩৫ কেজি হবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।