ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের সম্রাট বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
চট্টগ্রামের সম্রাট বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা চসিকের ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামি সড়কের ষোলশহর এলাকার সম্রাট বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২৪ অক্টোবর) অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে এ জরিমানা করা হয়।

 

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী বাংলানিউজকে জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে সম্রাট বেকারির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫০ হাজার 
জরিমানা করেছেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস।  

একই অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে একজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা অভিযানে সহায়তা করেন। জনস্বার্থে চসিকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২১
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।