ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এইচএসসি: চট্টগ্রামে অনুপস্থিত ২২৭ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
এইচএসসি: চট্টগ্রামে অনুপস্থিত ২২৭  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১১২টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম শিফটে ২২৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেও দ্বিতীয় শিফটে চট্টগ্রাম (নগরসহ) ৬৮টি পরীক্ষা কেন্দ্রে ৯ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই উপস্থিত ছিলেন।

 

সোমবার (৬ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রথম শিফটে চট্টগ্রামে (নগরসহ) ৬৮ কেন্দ্রে ১৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১৬ হাজার ৬৫৩ জন।

অনুপস্থিত ছিলেন ১৬৪ জন। এছাড়াও দ্বিতীয় শিফটে চট্টগ্রামে (নগরসহ) ৯ জন পরীক্ষার্থীর সবাই উপস্থিত ছিলেন।

কক্সবাজারে প্রথম শিফটে ১৮টি পরীক্ষা কেন্দ্রে ১ হাজার ৬৩১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ১ হাজার ৬০৯ জন এবং অনুপস্থিত ২২ জন।  

রাঙামাটি জেলায় প্রথম শিফটে ১০টি পরীক্ষা কেন্দ্রে ৬৮২ জনের মধ্যে অংশ নেন ৬৬৪ জন। অনুপস্থিত ১৮ জন পরীক্ষার্থী।  

খাগড়াছড়ি জেলায় প্রথম শিফটে ৯টি পরীক্ষা কেন্দ্রে ৭৫৯ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৪২ জন এবং অনুপস্থিত ১৭ জন।  

বান্দরবান জেলায় প্রথম শিফটে ৭টি পরীক্ষা কেন্দ্রে ৫২৩ জনের মধ্যে অংশ নেন ৫১৭ জন এবং অনুপস্থিত ৬ জন।

১১২টি পরীক্ষা কেন্দ্রে অনুপস্থিত ছিলেন ২২৭ জন পরীক্ষার্থী।

নারায়ণ চন্দ্র নাথ বলেন, পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ২২৭ জন। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন৷ প্রশ্নপত্র ফাঁস রোধে বোর্ড থেকে সর্বোচ্চ সতর্কতা ছিল।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।