ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিজেকেএস’র দু’দিন ব্যাপী সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
সিজেকেএস’র দু’দিন ব্যাপী সাঁতার প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে দুই দিনব্যাপী ‘মুজিববর্ষ সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা’শেষ হয়েছে। এতে মোট ১০টি পদক নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

এছাড়া গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী রানার্স আপ হয় বিসিআইসি ক্রীড়া সংসদ তৃতীয়স্থান লাভ করে।

এবারের প্রতিযোগীতায় দুটি ক্যাটাগরিতে ১৫টি ক্লাব ও সংগঠন অংশগ্রহণ করে।

 

মঙ্গলবার (৭ ডিসেম্বর) প্রতিযোগীতা সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: মোশাররফ হোসেন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস’র সভাপতি মো. মমিনুর রহমান, জিপিএইচ ইস্পাত লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল।  

সিজেকেএস সহ সভাপতি ও সাঁতার কমিটির চেয়ারম্যান এ কে এম এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে এবং সিজেকেএস সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আছলাম মোরশেদের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব।  

এসময় আরও উপস্থিত ছিলেন সিজেকেএস’র সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও মো. মশিউর রহমান চৌধুরী, নির্বাহী সদস্য গোলাম মহিউদ্দীন হাসান, নাসির মিঞা, প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো. হারুন আল রশীদ, মনোরঞ্জন দে, সিজেকেএস’র কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, প্রবীন কুমার ঘোষ, মো. এনামুল হক, আব্দুর রশিদ লোকমান, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম খান, আনজুমান আরা, সিজেকেএস’র সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, ফজল রব্বান সুইট, সদস্য আসাদুজ্জামান খান প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।