ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আওয়ামী আদর্শিক কর্মী তৈরিতে অবদান রেখেছেন অধ্যাপক খালেদ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
আওয়ামী আদর্শিক কর্মী তৈরিতে অবদান রেখেছেন অধ্যাপক খালেদ  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: দৈনিক আজাদীর প্রয়াত সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. খালেদের ১৮তম  মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

 

স্মরণ সভায় বক্তারা বলেন, আওয়ামী আদর্শিক কর্মী সৃষ্টিতে অধ্যাপক মো. খালেদ অনন্য ভূমিকা রেখে গেছেন। তিনি অসাধারণ ব্যক্তিত্বের মানুষ হলেও সাধারণ জীবনাচার মেনে চলতেন।

তার মধ্যে কখনও কোন ধরণের অহংবোধ ছিল না। তাঁর মতো নিখাদ ত্যাগী নিবেদিত রাজনীতিকের শ্রম মেধা ত্যাগের উপর দাঁড়িয়ে আছে আজকের আওয়ামী লীগের ভিত্তি। আওয়ামী আদর্শিক কর্মী সৃষ্টিতে অধ্যাপক মো. খালেদের অবদান অনস্বীকার্য।  

এসময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও  যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ পালিতের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বোয়ালখালী-চান্দগাঁও আসন সংসদ সদস্য মোসলেম উদ্দীন আহমদ এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান আতা,  মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক মো মাঈনুদ্দীন, আবুল কালাম আজাদ, অধ্যাপক মো খালেদের সন্তান শ্লোগান পত্রিকার সম্পাদক মো জহির প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২১
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।