ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ৪ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ৪  ফাইল ছবি।

চট্টগ্রাম: সীতাকুণ্ডের শীতলপুরে শিপইয়ার্ডে বিস্ফোরণে ৪ জন শ্রমিক দগ্ধ হয়েছেন।  

শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

দগ্ধ দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

জানা গেছে, যমুনা শিপ ব্রেকার্স ইয়ার্ডে শ্রমিকরা জাহাজ কাটার সময় হঠাৎ করে আগুন লেগে যায়। দগ্ধরা হলেন: নাটোরের গোবিন্দাসপুর থানার মো. সোহেল রানা (২৫), বগুড়ার আদমদীঘি থানার জাহিদ হাসান (২৬), রংপুরের পীরগঞ্জ থানার মো. মিজানুর রহমান মিলন (৪০) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মো. ফিরোজ (২৪)।  

কুমিরা ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার নাজমুল আহসান বাংলানিউজকে বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের তিনটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। শিপইয়ার্ড কর্তৃপক্ষ নিজেরাই উদ্ধার তৎপরতা চালায়। পরে আমরা চলে আসি।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২১ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।