ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ২৭ ইউপিতে ভোটগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১
চট্টগ্রামের ২৭ ইউপিতে ভোটগ্রহণ শুরু লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চুনতি হাফেজিয়া আদর্শ মাদরাসা কেন্দ্র। ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

পুলিশের পাশাপাশি প্রতিটি উপজেলায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। তবে পটিয়া উপজেলায় অতিরিক্ত আরও দুই প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। আশা করছি সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো।

তিনি বলেন, ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জামাদি পৌঁছানো হলেও ব্যালট পেপার ও ইভিএম মেশিন পাঠানো হয়েছে আজ ভোরে।  

এদিকে, ভোটকেন্দ্রে সকাল থেকে ভোটারদের দীর্ঘলাইন দেখা গেছে।
 
পটিয়া, কর্ণফুলী ও লোহাগাড়া উপজেলার ২৭ ইউনিয়নের মধ্যে পটিয়ার ১৭টি, কর্ণফুলীর ৪টি ও লোহাগাড়ার ৬টি ইউনিয়নে ভোটকেন্দ্রের সংখ্যা ২৪৯টি। প্রায় চার লাখ ৯২ হাজার ৬১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

পটিয়ায় ৩ ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া কর্ণফুলী উপজেলার একটি এবং লোহাগাড়া উপজেলার ২টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২১ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।